More

    কালকিনিতে ব্যাটারিচালিত ভ্যান চুরি, জনতার হাতে দুই চোর আটক

    অবশ্যই পরুন

    মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার হামেদ খাঁ হাট থেকে ব্যাটারিচালিত একটি ভ্যান চুরি করে পালানোর সময় দুই যুবককে জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

    বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভ্যানটি চুরি করে পালিয়ে যাওয়ার সময় উপজেলার পৌর মাছ বাজারের সামনে স্থানীয়রা তাদের আটক করে। আটককৃতরা হলেন—ডাসার উপজেলার পশ্চিম বনগ্রামের সিরাজ শিকদারের ছেলে ফোরকান শিকদার এবং গৌরনদী উপজেলার পশ্চিম মেদাকুল এলাকার জাকির ফকিরের ছেলে সাগর ফকির।

    কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা জানান, “আটক দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।” ভুক্তভোগী ভ্যান মালিক বৃদ্ধা আজিজ হাওলাদার বলেন, “এই ভ্যানটাই আমার একমাত্র সম্বল। এর মাধ্যমেই সংসার চালাই এবং কিস্তির টাকা পরিশোধ করি। ভ্যানটি হারালে আমি পথে বসতাম।”

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৭১

    মালয়েশিয়ার কুয়ালালামপুর ও জোহর বাহরুতে পৃথক অভিযানে বাংলাদেশিসহ ১৭১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বৃহস্পতিবার ভোরে...