More

    প্রায় চার দশক পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী চার দশক পর গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।

    উপজেলার চাঞ্চল্যকর দেবু শিকারী হত্যা মামলার প্রাধান আসামী মো. হারুন হাওলাদার (৬৫) নামের সাজাপ্রাপ্ত এ আসামীকে ১১ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাতেএস,আই বেল্লাল হোসাইন (নি:)সহ একটি টিম অভিযান চালিয়ে ঢাকার লালবাগ এলাকার রোকেয়া কুঞ্জু কমিউনিটি সেন্টার থেকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার অফিসার ইন চার্জ মো আশাদুর রহমান।

    গলাচিপা থানা সূত্রে জানা গেছে, গত ১৯৮৮ সালে উপজেলার ডাকুয়া ইউনিয়নের চত্রা গ্রামের দেবন্দ্র শিকারীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৯৮৮ সালের ১৭ জুন একটি হত্যা মামলা দায়ের করেন নিহত দেবেন্দ্র ওরফে দেবু শিকারীর মেয়ে কল্পনা শিকারী।

    আদালত দীর্ঘ বিচার শেষে একই এলাকার ছত্তার হাওলাদেরে (কমান্ডার) ছেলে মো. হারুন হাওলাদারকে যাবত জীবন সাজা প্রদান করেন। এর পর থেকেই হারুন হাওলাদার পলাতক ছিলেন।

    এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আশাদুর রহমান বলেন, গলাচিপার ডাকুয়া ইউনিয়নের চত্রা গ্রামের আলোচিত দেবু শিকারী হত্যা মামলার আসামী হারুনকে আদালতের নির্দেশ পেয়ে দীর্ঘ অভিযান চালিয়ে ৩৮ বছর পর গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেল তিনটার দিকে তাকে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    আজ রাতে টাইগারদের লঙ্কা পরীক্ষা

    এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে আসল পরীক্ষা আজ রাতেই। প্রতিপক্ষ শ্রীলঙ্কা-এশিয়ার অন্যতম...