এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরেছেন লিটন দাস। গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ।
সম্প্রতি শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। যে কারণে এশিয়া কাপে লঙ্কানদের বিপক্ষে খেলতে নামার আগে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তানজিম হাসান সাকিব বলেন, ‘আমাদের এপ্রোচ একবারে সোজাসাপ্টা, আমার জেতার জন্যই মাঠে যাব। শ্রীলংকায় সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে।’
আগের ম্যাচের একাদশ থেকে ১টি পরিবর্তন নিয়ে মাঠে নামছে টাইগাররা। তাসকিন আহমেদের পরিবর্তে খেলছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।