More

    ২ ওভারে ২ উইকেট হারিয়ে ০ রান বাংলাদেশের

    অবশ্যই পরুন

    যতটা সম্ভব বাজেভাবে ম্যাচ শুরু করা সম্ভব, করেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারে কোনো রান তুলতে পারেনি, উলটো হারিয়েছে দুই ওপেনারকেই!

    লঙ্কান পেসার নুয়ান তুষারার প্রথম পাঁচ বলে কোনো রান নিতে পারেননি তানজিদ হাসান তামিম। ষষ্ঠ বলে বাংলাদেশি ওপেনার বলের লাইনে না গিয়ে শট খেলতে গিয়েছিলেন। চার-ছক্কার বদলে স্টাম্প উপড়ে গেল। এ নিয়ে পঞ্চমবার তানজিদের মুখোমুখি হয়ে তৃতীয়বার আউট করলেন তুষারা।

    তিনে নামা লিটন দাস স্ট্রাইক পাওয়ার আগেই সঙ্গী হারালেন। দুষ্মন্ত চামিরার প্রথম তিন বলে কোনো রান নিতে না পারেননি আরেক ওপেনার পারভেজ হোসেন। বাড়তি বাউন্সের চতুর্থ বলে উইকেটকিপারকে ক্যাচ দিয়েছেন ইমন।

    তৃতীয় ওভারের দ্বিতীয় বলে দলকে প্রথম রান এনে দিয়েছেন লিটন দাস। ৪ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটে ৭ রান পেয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে নিজের পাতা ইঁদুর মা’রার ফাঁ’দে কৃষকের মৃ’ত্যু

    বরিশালের গৌরনদীতে ক্ষেতের ফসল রক্ষার জন্য নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে অসাবধানতাবশত জড়িয়ে হালিম হাওলাদার (৫৫) নামের এক কৃষকের মৃত্যু...