বাকেরগঞ্জ উপজেলার পেট্রোল পাম্পগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার। গতকাল দিনব্যাপী বিভিন্ন ফিলিং স্টেশনে এসব অভিযান পরিচালিত হয়।
এ সময় বিএসটিআই এর পরিমাপক যন্ত্র দ্বারা পরিমাপ করে দেখা যায় প্রতি ৫ লিটার ডিজেল এ ২৯০ মিলিলিটার করে কম দেয়া হচ্ছে। এভাবে ডিজিটাল জালিয়াতির অভিযোগে এম খান ফিলিং স্টেশন কে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জনস্বার্থে এই মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।