More

    কিছু আসনের লোভে পিআর চাইলে জাতীয় জীবনে ভয়ংকর পরিণতি আসবে: সালাহউদ্দিন

    অবশ্যই পরুন

    অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু আসন বেশি পাওয়ার লোভে যদি কেউ সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন আনার চেষ্টা করে, তবে তা জাতীয় জীবনের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে।

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের নিজ বাসায় সমসাময়িক ইস্যু নিয়ে কথা বলার সময় তিনি বলেন, “প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচিত করা পরীক্ষিত ও কার্যকর পদ্ধতি। রাজনৈতিক স্বার্থ বা আসনসংক্রান্ত লোভে পিআর পদ্ধতি চাপিয়ে আনা ঠিক হবে না। বিএনপি রাজনৈতিক উদ্দেশ্যে কেউ আন্দোলনে নামলে তা মোকাবিলা করবে।“

    জাতীয় পার্টি ও ১৪ দলের নিষিদ্ধকরণের দাবি প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করলে তা ভবিষ্যতে ভয়ংকর প্রক্রিয়ায় রূপ নেবে। নির্বাচন কাদের নিয়ে হবে, এ ধরনের উদ্যোগ জাতীয় ঐক্যকে নষ্ট করবে এবং পতিত শক্তি সুযোগ নিতে পারবে। বিএনপি নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ চায় না; বরং এ বিষয়ে নির্দিষ্ট বিচারপ্রক্রিয়া থাকা উচিত।”

    সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সঠিক সময়ে নির্বাচন আয়োজন করে স্থিতিশীল সরকার গঠনের প্রয়োজন, না হলে জাতীয় ও আঞ্চলিক নিরাপত্তা হুমকিতে পড়বে। তিনি জানান, বৈধ প্রক্রিয়ার মাধ্যমে সংসদে সংবিধান সংশোধনের প্রস্তাবে বিএনপির সমর্থন থাকবে, তবে এমন কোনো উদ্যোগে অংশ নেবে না যা ভবিষ্যতে অরাজকতা সৃষ্টি করতে পারে। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ভিন্ন যে কৌশলে এগোচ্ছে বিএনপি

    ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবার এই নির্বাচনকে সামনে রেখে ভিন্ন কৌশলে এগোচ্ছে...