More

    ভুয়া র‍্যাব পরিচয়ে প্রতারণা, আগৈলঝাড়ায় শ্রমিকদল নেতাসহ তিনজন গ্রেপ্তার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ র‍্যাবের পোশাক পরে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে প্রতারণার সময় আগৈলঝাড়ায় উপজেলা শ্রমিকদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালী বাদী হয়ে ৫জনকে আসামী করে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছে।

    মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে র‍্যাবের পোশাক পরেন র‍্যাব সদস্য পরিচয় দিয়ে উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি রাস্তার উপর বসে বিপুল ঢালী, পলাশ মন্ডল, চঞ্চল কর্মকারকে তল্লাশি করেন ভুয়া র‍্যাব সদস্য রমজান মোল্লা, উপজেলা শ্রমিক দলের সদস্য ও বাগধা ইউনিয়ন শ্রমিকদলের সহ—সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা, নরত্তোম হালদারসহ ৫ জনের একটি দল। ভুয়া র‍্যাব সদস্যরা তাদের নামে মামলা করার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবী করেন।

    এসময় তাদের সিইও নাম জিজ্ঞাসা করলে তারা বলতে পারেনি। তখন বিপুল ঢালীর সন্দেহ হয়। পরে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেওয়ার কথা শুনে ভুয়া র‍্যাব সদস্যরা দৌড় দিয়ে পালাতে যায়। এসময় স্থানীয়রা ধাওয়া করে উপজেলার চাঁদত্রিশিরা গ্রামের দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লা, পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের ছেলে নরত্তোম হালদার এবং নাঘিরপাড় গ্রামের মাজেদ মোল্লার ছেলে ও বাগধা ইউনিয়ন শ্রমিকদলের সহ—সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।

    এসময় সুমনসহ অন্যরা আসামীরা পালিয়ে যায়। এসআই সৌমেন বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসেন। এঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালী বাদী হয়ে গতকাল বুধবার সকালে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। গতকাল বুধবার তাদের বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

    এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে। তদন্তে আরও চক্র জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দুর্গাপূজা উপলক্ষে ভারতে গেল ইলিশের প্রথম চালান

    আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকার ৩৭ জন রপ্তানিকারককে ১২০০ টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দিয়েছে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য...