More

    মাদারীপুরে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

    অবশ্যই পরুন

    মো.নাসির উদ্দিন ফকির লিটন কালকিনি- ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন স্থানীয় কৃষক মো. নাঈম মল্লিকের দুই ছেলে হাফিজুল ইসলাম (৮) ও হামজা মল্লিক (৫)।

    বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় দুই শিশু। স্থানীয়রা জানান, সন্ধ্যায় পুকুরে দুই শিশুকে ভেসে থাকতে দেখে দ্রুত তাদের উদ্ধার করা হয়। পরে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এহতেশাম ইসলাম জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। শিশুদের এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠি-২ আসনে উৎসব মুখর পরিবেশে মনোনয়পত্র দাখিল করেছন প্রার্থীরা

    হাসান আরেফিন,নলছিটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঝালকাঠি-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। উৎসব মুখর পরিবেশে...