More

    মাদারীপুরে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

    অবশ্যই পরুন

    মো.নাসির উদ্দিন ফকির লিটন কালকিনি- ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন স্থানীয় কৃষক মো. নাঈম মল্লিকের দুই ছেলে হাফিজুল ইসলাম (৮) ও হামজা মল্লিক (৫)।

    বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় দুই শিশু। স্থানীয়রা জানান, সন্ধ্যায় পুকুরে দুই শিশুকে ভেসে থাকতে দেখে দ্রুত তাদের উদ্ধার করা হয়। পরে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

    ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এহতেশাম ইসলাম জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। শিশুদের এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টকর।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দল ছেড়ে অন্য দলে যাবার প্রশ্নই ওঠে না, বিবিসি বাংলাকে রুমিন ফারহানা

    দলীয় মনোনয়ন না পেলেও দলের সাথে থেকেই রাজনীতি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। দল ছেড়ে অন্য...