More

    আগৈলঝাড়ায় শ্রমিকদল নেতাকে দল থেকে বহিস্কার

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সংগঠন বিরোধী কাজ করার অপরাধে আজীবনের জন্য দল থেকে বহিস্কার করা হয়েছে এক শ্রমিকদল নেতাকে। উপজেলার বাগধা ইউনিয়ন শ্রমিক দলের সহ—সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লাকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।

    বহিস্কারের সত্যতা স্বীকার করেন আগৈলঝাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আল সজল আলাল ও সাধারন সম্পাদক সিকদার মো. লিটন। উল্লেখ্য, ১৬ সেপ্টেম্বর রাতে র্যাবের পোশাক পরে র্যাব সদস্য পরিচয় দিয়ে উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি রাস্তার উপর বসে বিপুল ঢালী, পলাশ মন্ডল, চঞ্চল কর্মকারকে তল্লশী করেন ভুয়া র্যাব সদস্য রমজান মোল্লা, শ্রমিকদলের সহ—সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা, নরত্তোম হালদারসহ ৫জনের একটি দল। তাদের নামে মামলা করার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন ভুয়া র্যাব সদস্যরা।

    এসময় তাদের সিইও’র নাম জিজ্ঞাসা করলে তারা বলতে পারেনি। তখন বিপুল ঢালীর সন্দেহ হলে তারা পুলিশকে সংবাদ দেওয়ার কথা শুনে ভুয়া র্যাব সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করে।

    তখন স্থানীয়রা ধাওয়া করে উপজেলার চাঁদত্রিশিরা গ্রামের রমজান মোল্লা, পূর্ব পয়সা গ্রামের নরত্তোম হালদার এবং নাঘিরপাড় গ্রামের রাসেল মোল্লাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। এঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালী বাদী হয়ে ১৭ সেপ্টেম্বর আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বাউফলে ৩শত শিক্ষার্থীকে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ

    পটুয়াখালীর বাউফলে প্রায় ৩শত শিক্ষার্থীকে ফলোজ ও বনজ গাছের চারা বিতরণ করেছে উপজেলা নির্বাহি অফিসার মোঃ আমিনুল ইসলাম। বৃহস্পতিবার (১৮...