আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ১শত ৫৯টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা ও আইন—শৃঙ্খলা সমুন্নত রাখার জন্য উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী।
কর্মকর্তা লিখন বনিক’র সভাপতিত্বে পূজা মন্ডপের নিরাপত্তা নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার, সেনাবাহিনীর ক্যাপ্টেন আব্দুল্লাহ মাহামুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. অলিউল ইসলাম, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না,
বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, আবুল হোসেন লাল্টু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফজলুল হক, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি যতীন্দ্র নাথ মিস্ত্রী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম, কার্তিক বেপারীসহ প্রমুখ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিক বলেন, এই উপজেলায় বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশী পূজা অনুষ্ঠিত হয়।
যার জন্য সরকারী বরাদ্দ ও প্রশাসনের লোকজনও বেশী দেওয়া হয়। যাতে সকল পূজা মণ্ডপে নজর রাখতে পারে।