More

    বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত ৫৬

    অবশ্যই পরুন

    বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৫৬ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৮৫৩ জন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ।

    তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ৪০, আমতলী ৩, বেতাগী ১, বামনা ৬ ও পাথরঘাটায় ৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৩০ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ৮৫, আমতলী ৫, বেতাগী ৪, বামনা ১৪, পাথরঘাটা ১৩ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন চিকিৎসাধীন।

    এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৫ হাজার ৫৮৮, তালতলী ১৬১, বামনা ২৯৯, বেতাগী ১৩৮, আমতলী ৮৯ এবং পাথরঘাটা উপজেলায় ৫৭৮ জন আক্রান্ত হয়েছেন।

    তিনি আরও বলেন, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪৭ জনের মধ্যে ৩৫ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৭ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বড় ভাইয়ের মতো গলায় ফাঁস লাগিয়ে ছোট ভাইয়ের মৃত্যু

    বড় ভাইয়ের দেখানো পথেই এবার হাটলেন ছোট ভাই। গলায় ফাঁস লাগিয়ে করেছেন আত্মহত্যা। হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী...