More

    ফেসবুক প্রেমের টানে স্বামী-সন্তান ছেড়ে ঝিনাইদহে গৃহবধূ নীলা

    অবশ্যই পরুন

    পাবনার গৃহবধূ খদিজা আক্তার নীলা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের টানে সংসার ছেড়ে চলে এসেছেন ঝিনাইদহে। স্বামী নজরুল ইসলাম ও পাঁচ বছরের কন্যাশিশুকে রেখে তিনি পাড়ি জমিয়েছেন প্রেমিকের বাড়িতে।

    জানা গেছে, ফেসবুক স্ক্রিনে পরিচয় হয় ঝিনাইদহের যুবক হৃদয়ের সঙ্গে। শুরুতে সাধারণ আলাপচারিতা থাকলেও ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠতা। প্রতিদিনের চ্যাট, রাতভর কল আর ভালোবাসার ইমোজিতে জড়িয়ে পড়েন দু’জন। অবশেষে এক সকালে পরিবারকে কিছু না জানিয়ে নীলা ছুটে আসেন ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামে।

    সেখানেই প্রেমিক হৃদয়ের বাড়িতে অবস্থান নিচ্ছেন তিনি। শুধু তাই নয়, আইনি জটিলতা উপেক্ষা করে ঝিনাইদহ জজ কোর্টে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়েও সেরে ফেলেছেন তারা। অথচ পুরোনো স্বামী নজরুল ইসলাম এখনো তাকে ডিভোর্স দেননি।

    এ ঘটনায় এলাকায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। কেউ বলছেন, ‘এটা সত্যিকারের ভালোবাসার জয়।’  আবার অনেকের মতে, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের ভয়ঙ্কর অপব্যবহারের শিকার নীলা।’

    তবে ঘটনা যা-ই হোক, ফেসবুকের এই প্রেম এখন ঝিনাইদহ-পাবনা ছাড়িয়ে সারা নেট দুনিয়ায় আলোচনার ঝড় তুলেছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    শ্রীলঙ্কা হারলেও যে সমীকরণে সুপার ফোরে সুযোগ পাবে টাইগাররা

    হংকংকে হারিয়ে এশিয়া কাপের শুরুটা ভালো করলেও দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের সামনে হোঁচট খায় টাইগাররা। তবে গ্রুপ পর্বের তৃতীয় ও...