More

    মঠবাড়িয়ায় দুর্গাপূজা প্রস্তুতিমূলক সভা

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    আজ সকাল ১১টায় উপজেলার শহীদ মাখন লাল দাশ হলরুমে এ সভার আয়োজন করা হয়।নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুমের সভাপতিত্ব সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাইসুল ইসলাম, মঠবাড়িয়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আল আরাফ, মঠবাড়িয়া থানা ওসি (তদন্ত) আব্দুল হালিম, মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা, বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলার আমীর আব্দুল জলিল শরীফ, সাবেক পৌর বিএনপি আহ্বায়ক কে এম হুমায়ুন,

    পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি রতন কর্মকারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের পূজা মণ্ডপের সভাপতি-সচিব এবং হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দুর্গাপূজা-২০২৫ উৎসবমুখর পরিবেশে পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    লিবিয়ার জেলে রয়েছেন বরিশালের নিখোঁজ ৩৮ যুবক

    ইউরোপে ভালো জীবনের স্বপ্ন পূরণের আশায় সাগরপথে যাত্রা করা বরিশালের ৩৮ জন যুবকের খোঁজ মিলেছে লিবিয়ার কারাগারে। নিখোঁজ হওয়ার...