More

    আগৈলঝাড়ায় র‍্যাবের সোর্স রাসেল মোল্লাকে মামলার আসামি করার অভিযোগে সংবাদ সম্মেলন

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া  প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় র‍্যাবের সোর্স রাসেল মোল্লাকে মামলার আসামি করে হয়রানী করার অভিযোগে তার মা ফজিলা বেগম সংবাদ সম্মেলন করেছেন। গতকাল শুক্রবার সকালে আগৈলঝাড়া প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার ছেলে র‍্যাবের সোর্স হিসেবে দীর্ঘদিন ধরে শুনামের সাথে কাজ করে আসছিলেন।

    ঘটনার দিন ১৬ সেপ্টেম্বর রাতে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে র‍্যাবের সোর্স রাসেল মোল্লা স্থানীয়দের সহযোগীতায় র‍্যাবের পোশাক পরে ছিনতাই কালে রমজান মোল্লা ও নরত্তোম হালদারকে আটক করেন। এসময় সুমন নামে একজন পালিয়ে যায়।

    ওই দুইজন ছিনতাইকারীর সাথে আমার ছেলে রাসেল মোল্লাকেও থানায় নিয়ে আসেন থানা পুলিশ। পরেরদিন ১৭ সেপ্টেম্বর আমার ছেলেকে আসামী করে বিপুল ঢালীকে দিয়ে থানায় মামলা করান থানার পুলিশ। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাসেল মোল্লাকে উক্ত মামলার আসামি করা হয়েছে। এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে করি এবং যারা আসল অপরাধী, তাদের আড়াল করতেই পুলিশ রাসেল মোল্লাকে গ্রেপ্তার করে আসামি করেছে।

    রাসেল মোল্লা উপজেলার বাগধা ইউনিয়ন শ্রমিকদলের সহ—সাংগঠনিক সম্পাদক ছিল। তবে মামলার বাদী বিপুল ঢালী বলেন, রাসেল মোল্লার সহযোগীতায় ওই দুইজনকে আটক করা হয়েছে। রাসেলকে কেন আসামি করা হয়েছে, তা আমি বলতে পারবো না। পুলিশ বলতে পারবে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, রাসেল মোল্লার মেয়ে স্কুল ছাত্রী ফাতেমা আক্তার, বাগধা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি কে এম শিপন, সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ স্থানীয়রা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশালে আটক চোরকে গাছের সাথে বেঁধে গণধোলাই

    বরিশালের গৌরনদীতে রাতের আঁধারে চুরি করতে এসে গ্রামবাসীর হাতে আটক হয়েছে নাজমুল সরদার (২৪) নামের এক চোর। পরবর্তীতে উত্তেজিত...