More

    গাজীপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর

    অবশ্যই পরুন

    গাজীপুরের একটি মন্দিরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে মহানগরীর কাশিমপুর শ্মশান মন্দিরে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা প্রতিমাগুলো ভাঙচুর করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

    বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এই ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মহানগরীর কাশিমপুর এলাকায় অবস্থিত শ্মশান মন্দিরে প্রতিবছরের মতো এবারও পূজা অনুষ্ঠিত হবে।

    এজন্য তৈরি করা হচ্ছে বিভিন্ন প্রতিমা। এসব প্রতিমা আংশিক প্রস্তুতির পর কোনোটিতেই রঙ করা হয়নি, এখনও কাঁচা রয়েছে। বুধবার দুপুরের পর বৃষ্টি শুরু হলে কাজ বন্ধ রেখে বাসায় চলে যায় কারিগর ও শ্মশান মন্দিরের লোকজন। পরে মন্দিরের পূজারী ও কারিগররা সন্ধ্যার দিকে মন্দিরে প্রবেশ করলে ৫-৬টি প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখতে পায়।

    তবে প্রতিমাগুলো পুরোপুরি ভাঙচুর করেনি দুর্বৃত্তরা। দুটি প্রতিমার হাত ও ঘোড়ার কান ভেঙেছে। এরপর সেটি জানাজানি হলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন। শ্মশান মন্দিরে কর্তৃপক্ষ বলছেন, পূজা শুরু হয়নি এজন্য পাহারা এখনো বসানো হয়নি। এছাড়া মন্দিরের আশপাশে সিসিটিভি ক্যামেরা নেই। কে বা কারা এটি ভাঙচুর করেছে তারা জানতে পারেনি।

    সেসব প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো আবারও মেরামত করা হবে। অগ্রগামী যুব সংঘ সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি প্রবীর দত্ত বাপ্পা বলেন, বুধবার পূজা মণ্ডপের কাজ শেষে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল। বিকেলে কে বা কারা পূজা মণ্ডপে ঢুকে ৫-৬ টি প্রতিমা ভাঙচুর করেছে এবং অন্যগুলোও ক্ষতিগ্রস্ত করেছে।

    গাজীপুর কাশিমপুর থানার ওসি মো মনিরুজ্জামান বলেন, মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে। বুধবার দুপুরে কাজ শেষে প্রতিমাগুলো ঢেকে রেখে চলে যায়। সন্ধ্যায় মন্দিরে আসলে তারা দেখতে পায় ৫-৬ টি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, ধারণা করছি চুরি করে ঢুকে প্রতিমা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তিনি আরও বলেন, প্রতিমাগুলোর কাজ এখনও শেষ হয়নি, তারা এগুলো ঠিক করবেন বলে জানিয়েছেন। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ করেনি মন্দির কর্তৃপক্ষ, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দিল্লির প্রেসক্রিপশনে দেশ চালানোর অপচেষ্টা শুরু হয়েছে : চরমোনাই পীর

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার পরে যারা দেশ শাসন করেছে...