মো.নাসির উদ্দিন ফকির লিটন কালকিনি-ডাসার (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়ন শাখা বিএনপির সফল সভাপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক প্রেমানন্দন সরকার (৬৫) আর নেই। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন ( ওঁ শান্তি…)।
প্রেমানন্দন সরকার ছিলেন শশিকর শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ এবং মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য বাবু গণেশ চন্দ্র হালদার-এর স্নেহের ভাগিনা। তার কর্মজীবন, রাজনৈতিক ভূমিকা এবং শিক্ষা ও সমাজ উন্নয়নে অবদান স্মরণীয় হয়ে থাকবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ খোন্দকার মাশুকুর রহমান মাশুক এবং আনিসুর রহমান তালুকদার খোকন। তার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।