More

    আওয়ামী লীগের বিচার না হলে স্থায়ী সমাধান নয় : নাহিদ ইসলাম

    অবশ্যই পরুন

    আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ করলেই হবে না, দল হিসেবে বিচারের মুখোমুখি করতে হবে- এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তার মতে, শুধুমাত্র বিচার প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যতের ফয়সালা সম্ভব।

    রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন নাহিদ।

    এদিন তিনি মামলার ৪৭তম সাক্ষী হিসেবে জেরা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেনের প্রশ্নে।

    নাহিদ বলেন, ‘নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সাময়িক সমাধান। তাদের দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে। কারণ জনগণকে হত্যা করে ক্ষমতায় টিকে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা। সেই অপরাধের দায় পুরো দলের। তাই আদালতের কাছে আবেদন জানাবো, আওয়ামী লীগকে দ্রুত বিচারের মুখোমুখি করা হোক।’

    তিনি আরও যোগ করেন, গত বছরের জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞ ও নির্যাতন মানবতাবিরোধী অপরাধ হিসেবে ইতিহাসে স্থান করে নেবে।

    জেরার সময় আইনজীবী আমির হোসেন নাহিদকে প্রশ্ন করেন- ৫ আগস্ট তার ওপর নির্যাতনের ঘটনায় কেন মামলা করেননি। জবাবে নাহিদ বলেন, ‘এসব অত্যাচার শুধু আমার বিরুদ্ধে হয়নি, বরং গোটা জনগণের বিরুদ্ধে হয়েছিল। তাই ব্যক্তিগত মামলা করিনি, তবে গুমের ঘটনায় গুম কমিশনে আলাদা অভিযোগ দিয়েছি।’

    এদিন বেলা ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে নাহিদের জেরা শুরু হয় এবং দুপুর সাড়ে ১২টায় তা শেষ হয়। এর আগে ১৮ সেপ্টেম্বরও তিনি একই মামলায় সাক্ষ্য দেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কক্সবাজারে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক পরিবারের ৫ জন নিহত, আহত ৪

    কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও...