স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের তুষখালী কলেজ প্রাঙ্গণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামের ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মঠবাড়িয়া উপজেলা শাখার সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ আব্দুল জলিল শরীফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মোঃ আবুল কালাম আজাদ, আবুল বাশার বাড়ি উপজেলা শাখা জামাত ইসলাম ,তুষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রশিবির নেতা মোহাম্মদ তাওহীদ হাসান রুমি। এ ছাড়া ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাসুদ, অর্থ বিষয়ক সম্পাদক এইচ. এম. রুমন হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি ডাক্তার মোহাম্মদ আফজালসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সম্মেলনের সভাপতিত্ব করেন বনি আমিন। বক্তারা বলেন, জামায়াতে ইসলামকে ভোট দিয়ে নির্বাচিত করলে আগামীতে মঠবাড়িয়াকে একটি আধুনিক ও সুন্দর উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। মাদকমুক্ত সমাজ, উন্নত চিকিৎসা ব্যবস্থা, জনগণের নিরাপত্তা, এবং রাস্তাঘাট ও সেতু-কালভার্ট নির্মাণের মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
শেষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।