মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ময়দান এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করার জন্য একটি প্রভাবশালী মহল পরিকল্পিতভাবে বারবার হামলা চালাচ্ছে। ত্যাগী ও সিনিয়র নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকিস্বরূপ।
বক্তারা অবিলম্বে এসব হামলা ও মামলা বন্ধের দাবি জানান এবং দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।