মাদারীপুরের শিবচরে নিজ ঘর থেকে এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কাঁচিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মৃত সাদেক হাওলাদারের স্ত্রী রেনু বেগমকে মোবাইল ফোনে সাড়া না পেয়ে তার মেয়ে প্রতিবেশীদের ফোন করে। পরে প্রতিবেশীরা রেনু বেগমের ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। পরে জানালা দিয়ে ভেতরে বিছানায় তাকে শুয়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।
পরবর্তীতে, শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙ্গে ঘরের ভেতর থেকে গলাকাটা অবস্থায় রেনু বেগমের মরদেহ উদ্ধার করে। এ সময়, ঘরের মধ্যে বিভিন্ন মালামাল ছড়ানো ছিল। গত প্রায় এক মাস আগেও একই ঘরে একবার চুরির ঘটনা ঘটেছিল বলেও জানান তারা। স্থানীয়রা ধারণা করছেন, রেনু বেগমকে হত্যা করে চুরির ঘটনা ঘটেছে।
অপরদিকে, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে মাদারীপুর মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে বলে জানান দায়িত্বরতরা।