More

    পটুয়াখালীর দশমিনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

    অবশ্যই পরুন

    পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় পুকুরে ডুবে সাদিয়া আক্তার (১ বছর ৬ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ জাফর গ্রামের পালোয়ান বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

    নিহত সাদিয়া আক্তার ওই গ্রামের মফিজ হাওলাদারের ছোট মেয়ে স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল সাদিয়া। একপর্যায়ে সবার অগোচরে সে নিখোঁজ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর সাদিয়ার মা রেখসোনা বেগম মেয়েকে না পেয়ে পরিবারের অন্যদের নিয়ে খোঁজ শুরু করেন।

    পরে শিশুটির বড় বোন সামিয়া বাড়ির পেছনের একটি পুকুরে খুঁজতে গিয়ে পানিতে ভাসমান অবস্থায় সাদিয়াকে দেখতে পান। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাইনুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ডিম ছাড়তে নদীতে আসছে ইলিশ, নিষেধাজ্ঞা শুরু ৪ অক্টোবর

    ডিম ছাড়তে নদীতে আসতে শুরু করেছে ইলিশ মাছ। জেলেদের জালেও ধরা পড়ছে কিছু কিছু। এর প্রভাবে স্থানীয় বাজারে মাছের...