More

    চাঁদাবাজ ও দখলদারদের হাত থেকে গলাচিপা-দশমিনা রক্ষা করতে দাঁড়িপাল্লা ছাড়া বিকল্প নেই” — অধ্যাপক শাহ আলম

    অবশ্যই পরুন

    গলাচিপা উপজেলা প্রতিনিধি : কঠোর ভাষায় দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজ রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পটুয়াখালী জেলার সাবেক আমীর ও পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক শাহ আলম।

    শনিবার (১০ জানুয়ারি) গলাচিপা উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, রাজনৈতিক পরিবর্তনের পরও যারা চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাস ও লুটপাট চালিয়ে যাচ্ছে, তাদের হাত থেকে জনগণকে রক্ষা করতে দাঁড়িপাল্লার বিকল্প নেই।

    তিনি আরও প্রশ্ন তুলেছেন, “৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর ফ্যাসিস্ট আর ক্ষমতায় ছিল না। তাহলে এরপর যারা চাঁদাবাজি করেছে, ঘের দখল করেছে, বাজারে বাদাম বিক্রেতার কাছ থেকেও চাঁদা তুলেছে তারা কোন দলের লোক?” তিনি অভিযোগ করেছেন, চাঁদা না দেওয়ার কারণে সাধারণ মানুষকে পাথর মেরে হত্যার ঘটনাও ঘটেছে।

    অধ্যাপক শাহ আলম বলেন, তিনি অসংখ্য মামলার শিকার হয়েছেন, বারবার কারাবন্দি থেকেছেন, চাকরি থেকে জোরপূর্বক অবসর নেওয়া হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠানও ধ্বংস করা হয়েছে, কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তবে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ক্ষেত্রে জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

    শেষে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিবেক দিয়ে বিচার করুন কে দুর্নীতিমুক্ত, কে মানুষের ক্ষতি করেনি, কে সন্ত্রাস দমন করেছে। চাঁদাবাজ ও দখলদারদের হাতে আর ক্ষমতা দেওয়া যাবে না। ভোটের আমানত সৎ মানুষের হাতেই তুলে দিন।”

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ঝালকাঠিতে জামায়াতে ইসলামীতে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর যোগদান

    মো: মেহেদী হাসান: ঝালকাঠিতে জামায়াতে ইসলামীতে শতাধিক সনাতন ধর্মাবলম্বীর যোগদান এক নতুন রাজনৈতিক দিগন্তের সূচনা করেছে। ঝালকাঠি প্রতিনিধি জানিয়েছেন...