পটুয়াখালীর গলাচিপায় কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় গলাচিপা উপজেলার চরকাজল হাই স্কুল অডিটোরিয়ামে কারিতাস বরিশাল অঞ্চলের আতায় (PRICCE) প্রকল্পের উদ্যোগে এ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় টেইলারিং ও ড্রেসমেকিং বিষয়ে ২৫ জন নারী এবং মোটরসাইকেল সার্ভিসিং বিষয়ে ১৩ জন পুরুষসহ মোট ৩৮ জন প্রশিক্ষণার্থীকে সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইসি ও ডব্লিউডিএমসি সভাপতি মো. মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাজল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউডিএমসি সভাপতি মো. হাবিবুর রহমান মোল্লা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইউডিএমসি সদস্য মো. আনিচ দফাদার, ইউডিএমসি সদস্য মো. আনিচ বিশ্বাস, চরকাজল পুলিশ ফাঁড়ির এএসআই মো. শরিফুল ইসলাম, সমাজসেবক মো. জহিরুল ইসলাম, কারিতাস প্রাইস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো. মেহেদী হাসান শান্ত, ডিআরআর ও সিল্ক কর্মকর্তা মো. মারুফ হোসেন, লাইভলিহুড ও মার্কেট লিংকেজ কর্মকর্তা কে. এম. নাজমুল হুদা, মিল ও কেএমও কর্মকর্তা সমর পেরেরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশিক্ষণার্থীরা।
বক্তারা বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবসমাজ দক্ষ হয়ে আত্মনির্ভরশীল হতে পারবে এবং এতে এলাকার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।
