More

    সময় পেরোলেও অটুট বন্ধন—কুয়াকাটায় গলাচিপার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের মিলনমেলা

    অবশ্যই পরুন

    গলাচিপা উপজেলা প্রতিনিধি: “আমরা আমাদের, আমরা বন্ধুত্বের”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার এসএসসি ২০০০ ও এইচএসসি ২০০২ ব্যাচের বন্ধুদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৬ষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠান। দুই দিনব্যাপী এই মিলনমেলা বৃহস্পতিবার ও শুক্রবার সমুদ্রকন্যা কুয়াকাটার মনোরম হোটেল সাউথবিচ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। দেশ ও দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে আগত বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলার প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।

    দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সাক্ষাৎ, পুরোনো দিনের স্মৃতি রোমন্থন এবং প্রাণখোলা আড্ডায় মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। কর্মব্যস্ত জীবনের ফাঁকে এই আয়োজন বন্ধুদের জন্য হয়ে ওঠে স্মৃতির এক রঙিন ও আবেগঘন অধ্যায়। সমুদ্রের নীল জলরাশি, মনোমুগ্ধকর সূর্যাস্ত আর বন্ধুত্বের উষ্ণতায় মিলনমেলাটি পায় ভিন্ন এক মাত্রা। আয়োজকদের মতে, এই পুনর্মিলনী কেবল আনন্দের আয়োজন নয়; বরং বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার একটি অনুপ্রেরণামূলক উদ্যোগ। অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী পর্বের মাধ্যমে।

    এ সময় যেসব বন্ধু ইতোমধ্যে ইহলোক ত্যাগ করেছেন, তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বন্ধুদের অংশগ্রহণে গান, আবৃত্তি ও হাস্যরসাত্মক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি নৃত্য পরিবেশনা, লটারি ও লাকি কুপন ড্র এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজনকে আরও বর্ণিল করে তোলে।

    অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অংশগ্রহণকারীরা বলেন, “প্রতিবছরই আমরা এই আয়োজনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। কখন আবার সবাই একত্রিত হবো—এই ভাবনাটাই আমাদের এগিয়ে নেয়।” তারা আরও বলেন, “এই মিলনমেলা কেবল একটি অনুষ্ঠান নয়; এটি স্মৃতি, ভালোবাসা ও মানবিক বন্ধনের এক আবেগঘন মিলনবিন্দু। সময়ের ব্যবধানে দূরে সরে গেলেও বন্ধুত্বের বন্ধন কখনো ছিন্ন হয়নি। এই মিলনমেলার মধ্য দিয়ে আবারও জেগে উঠেছে সেই উষ্ণতা।” শেষ দিনে সমাপনী পর্ব ও সম্মিলিত ফটোসেশনের মধ্য দিয়ে এবারের ৬ষ্ঠ পুনর্মিলনীর পর্দা নামে। বিদায়ের মুহূর্তে সবার কণ্ঠে ছিল একই প্রত্যাশা—আবার দেখা হবে, আবার মিলবে বন্ধুরা, নতুন কোনো স্মৃতির আয়োজনে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি শামীম, সাধারণ সম্পাদক তানভীর নির্বাচিত

    পিরোজপুর প্রতিনিধি :  পিরোজপুর প্রেসক্লাবের ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে এস. এম. রেজাউল ইসলাম শামীম (দৈনিক আমার দেশ) সভাপতি...