More

    পটুয়াখালীতে স্থানীয় প্রভাবশালীর আত্মীয় হওয়ায় দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে, অবশেষে ইয়াবাসহ গ্রেফতার

    অবশ্যই পরুন

    মোঃ মাসুম , রাঙ্গাবালী প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিশেষ অভিযানে ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলা বুনিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মো: রাজিব হাওলাদার (২৮) কে আটক করা হয়।

    তিনি চরমোন্তাজ ৫ নং ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত্যু হারুন হাওলাদারের ছেলে। এসময় তার কাছ থেকে প্রায় ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রভাবশালী এক ব্যক্তির আত্মীয় হওয়ায় রাজিব দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে থেকে অবাধে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। এলাকাবাসী একাধিকবার অভিযোগ জানালেও প্রভাবের কারণে তিনি নিরাপদে ছিলেন বলে অভিযোগ রয়েছে।

    চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ রাতুল বলেন, “মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কেউ প্রভাবশালী হোক বা সাধারণ মানুষ, কাউকেই ছাড় দেওয়া হবে না। গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।”

    অন্যদিকে, তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেন এবং দীর্ঘদিন পর আইনশৃঙ্খলা বাহিনীর এ পদক্ষেপকে স্বাগত জানান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সাংবাদিক শরীফ মো. ফায়েজুল কবীরকে সংবর্ধনা প্রদান

    নিজস্ব সংবাদদাতা: জাতীয় সাংবাদিক সংস্থা, মাদারীপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো ত্রৈমাসিক আলোচনা সভা ও এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান।...