More

    ঝালকাঠিতে টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি ও জুয়ার অভিযোগ , প্রশাসনের নিরব ভূমিকা

    অবশ্যই পরুন

    নিউজ ডেস্ক : ঝালকাঠি জেলার ঝালকাঠি পৌরসভার ১ নং ওয়ার্ডের কলেজ মোড় এলাকায় টেম্পু (ম্যাজিক) স্ট্যান্ডকে কেন্দ্র করে চাঁদাবাজি এবং জুয়ার আসরের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় চালক এবং এলাকাবাসীরা এই অসামাজিক কার্যকলাপের কারণে চরম অসুবিধায় পড়েছেন বলে জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত এবং ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

    স্থানীয় সূত্র থেকে জানা গেছে, গত ৫ আগস্ট থেকে মহিন খান নামের এক ব্যক্তি টেম্পু চালকদের কাছ থেকে নিয়মিত ৫০০ টাকা করে চাঁদা আদায় করছেন। চালকরা জানান, এই চাঁদাবাজির কারণে তাদের দৈনন্দিন উপার্জন কমে গেছে এবং পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। এছাড়া, মহিন খানকে সম্প্রতি জুয়ার বোর্ডে অংশগ্রহণ করতে দেখা গেছে বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীরা দাবি করেছেন যে, ফেসবুকে তার জুয়া খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা এই অভিযোগের প্রমাণ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

    এই ঘটনায় আরও কয়েকজনের নাম উঠে এসেছে, যাদের বিরুদ্ধে চাঁদাবাজি, জোরপূর্বক আদায় এবং অন্যান্য অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। অভিযুক্তদের তালিকা নিম্নরূপ:

    – মোঃ মইন খান (পিতা: মৃত আব্দুল রশিদ খান)
    – বারেক হাওলাদার (ঠিকানা: রামনগর, পিতা: মৃত আরফিন উদ্দিন)
    – মোঃ মাসুক হাওয়া (পদবী: ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, পিতা: মৃত আব্দুল হক হাওলাদার)
    – মোঃ নেয়ামুল ইসলাম নাঈম (পদবী: সাবেক যুবলীগ সদস্য, পিতা: মৃত আব্দুল মালেক হাওয়া)
    – মোঃ শাহালম হাওলাদার (পিতা: মৃত আব্দুল বারেক হাওলাদার)

    অভিযোগ অনুসারে, এরা মহিন খানের সহযোগী হিসেবে কাজ করেন এবং স্ট্যান্ড থেকে জোর করে চাঁদা তোলেন। চালকরা স্থানীয় সংবাদমাধ্যমকে ভিডিও সাক্ষাৎকার দিয়ে বলেছেন, “এই চাঁদাবাজির কারণে আমরা প্রতিদিনের রোজগার থেকে বঞ্চিত হচ্ছি। না দিলে গাড়ি চালানো যায় না।” এলাকাবাসীরা এই কর্মকাণ্ডে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলছেন যে, এটি স্থানীয় শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করছে।

    বরিশাল ডট নিউজ একাধিকবার অভিযুক্ত মইন খানের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

    বরিশাল ডট নিউজকে ঝালকাঠি থানার ওসি মনিরুজ্জামান জানান, অভিযোগের খবর পাওয়ার পরই একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে সেখানে গিয়ে অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‌্যালী আলোচনা সভা ও জলাতঙ্ক টিকা প্রদান

    গৌরনদী প্রতিনিধি: “জলাতঙ্ক নির্মূলে, কাজ করি সবাই মিলে”। এ প্রতিপাদ্য নিয়ে বরিশালের গৌরনদীতে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা...