More

    গলাচিপায় আলোচিত শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ইউপি সদস্যসহ দুইজন কারাগারে

    অবশ্যই পরুন

    স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর গলাচিপায় আলোচিত শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য হাসান সরদার (৫৫) ও তার সহযোগী হেলাল খাঁ (৪০) আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) দুপুরে গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করে তারা আত্মসমর্পণ করেন।

    পরে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত (২৯ সেপ্টেম্বর) উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরমহিরউদ্দিন এলাকায় পাউবোর নতুন স্লুইসগেট বাজারে কিশোর আবদুল্লাহ (১০) ও সাব্বির (১৪)-কে ইলিশ মাছ চুরির অভিযোগে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে ইউপি সদস্য হাসান সরদার ও ইমরান বয়াতির বিরুদ্ধে।

    যা নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় নিউজ প্রকাশ হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে নির্যাতনের শিকার কিশোর আবদুল্লাহর নানা শাহজাহান সরদার বাদী হয়ে গলাচিপা থানায় শিশু নির্যাতন আইনে তিনজনের নামে মামলা করেন। পুলিশ মামলার পরপর ওইদিন রাতেই ইমরান বয়াতিকে গ্রেফতার করে পরেরদিন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

    পরবর্তীতে রোববার (০৫ অক্টোবর) এলাকাবাসী ইউপি সদস্য হাসান সরদারের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিও পালন করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অক্টোবরেই বরিশালবাসীর আবেগের স্টিমার ফিরছে

    ঢাকা থেকে বরিশাল নৌপথে চলতি মাসেই চালু হচ্ছে ঐতিহ্যবাহী স্টিমার সার্ভিস। গত মে মাসে স্টিমার চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেয়...