More

    পটুয়াখালীতে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

    অবশ্যই পরুন

    পটুয়াখালীর বাউফল উপজেলায় একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ। আজ সোমবার (৬ অক্টোবর) দুপুর ১টার দিকে বরিশাল ডায়াবেটিস হাসপাতালের প্রসূতি বিভাগে নবজাতকদের জন্ম দেন তিনি। তাদের মধ্যে তিনজন ছেলে ও দুজন মেয়ে।

    হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান বলেন, ‘মা ও পাঁচ নবজাতক বর্তমানে সুস্থ আছে এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম অত্যন্ত বিরল, কিন্তু সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে এটাই সবচেয়ে আশাব্যঞ্জক বিষয়।’

    লামিয়া আক্তার বাউফলের চাদকাঠী গ্রামের বাসিন্দা। তার পরিবার ও এলাকাবাসী এই ঘটনাকে আনন্দ ও আশ্চর্যের মিশ্র অনুভূতি নিয়ে দেখছেন। স্থানীয়রা একে ‘অলৌকিক’ ঘটনা বলে অভিহিত করেছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই হাসপাতালে ব্যাপক ভিড় জমেছে নবজাতকদের একনজর দেখতে।

    চিকিৎসক ও স্থানীয়দের মতে, আধুনিক চিকিৎসা ব্যবস্থা ও সঠিক পর্যবেক্ষণের কারণেই এমন জটিল প্রসব স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    অক্টোবরেই বরিশালবাসীর আবেগের স্টিমার ফিরছে

    ঢাকা থেকে বরিশাল নৌপথে চলতি মাসেই চালু হচ্ছে ঐতিহ্যবাহী স্টিমার সার্ভিস। গত মে মাসে স্টিমার চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেয়...