More

    দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

    অবশ্যই পরুন

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি : “আমি কন্যা শিশু স্বপ্ন গড়ি, সাহসে লড়ি,দেশের কল্যানে কাজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

    বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোসাঃ সাহিদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোঃ ইজাজুল হক ।

    আলোচনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারন সম্পাদক মোঃ সাইফুল আলম মৃধা, সরকারি জনতা কলেজের অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহম্মেদ কবির, দুমকি প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল হোসেন,

    সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সরদার, সিনিয়র সাংবাদিক মোঃ কামাল হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,সুশীল সমাজের নের্তৃবৃন্দসহ নারী ও শিশু কন্যারা উপস্থিত ছিলেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পটুয়াখালীতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দম্পতি দিচ্ছেন এমবিবিএস ডাক্তারের চিকিৎসা

    পটুয়াখালীর বাউফলে ‘এশিয়া ডিজিটাল আই সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠানে চক্ষু চিকিৎসায় প্রতারণার অভিযোগ উঠেছে। ডাক্তার পরিচয়ে দীর্ঘদিন ধরে সাধারণ...