More

    আফগানদের ২২২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 

    অবশ্যই পরুন

    আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের পরও মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়ের দারুণ জুটিতে ভর করে ২২১ রানে অলআউট হয়েছে বাংলাদেশ দল। ফলে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ২২২ রান।

    টপ অর্ডারের ব্যর্থতায় ইনিংসের শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১০ বলে ১০ রান করে ফেরেন ওপেনার তানজিদ তামিম। এরপর তিন নম্বরে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সুবিধা করতে পারেননি মাত্র ৫ বলে ২ রান করে ফেরেন তিনি।

    ২৫ রানে দুই উইকেট হারানোর পর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও সাইফ হাসান। অভিষেকে আস্থার ব্যাটিং খেললেও সাইফ ৩৭ বলে ২৬ রানে ফিরে যান। এরপর দলের বিপর্যয় কাটাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব নেন হৃদয় ও মিরাজ।

    চতুর্থ উইকেটে দুজন মিলে যোগ করেন মূল্যবান ১০১ রান।তাওহিদ হৃদয় ৭৫ বলে ফিফটি তুলে নেন এবং ৫৬ রানে রান আউট হন। অন্যদিকে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৭৪ বলে ফিফটি পূর্ণ করে ৬০ রানে থামেন।

    তবে দুই সেট ব্যাটার ফেরার পর আবারও ভেঙে পড়ে ব্যাটিং লাইনআপ। জাকের আলী (১৬ বলে ১০) ও নুরুল হাসান সোহান (১৪ বলে ৭) ব্যর্থ হন দায়িত্ব নিতে। শেষদিকে তানজিম সাকিবের ১৭ ও তানভির ইসলামের ১১ রানে ভর করে ৪৮.৫ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

    এখন ম্যাচে জয় পেতে আফগানিস্তানকে করতে হবে ২২২ রান।

     

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দপদপিয়ায় পুলিশের তৎপরতায় চো’রাই মালসহ বাবু-রায়হান আটক

    ঝালকাঠির নলছিটি উপজেলায় থানা পুলিশের তৎপরতায় অভিযান চালিয়ে চোরাই মালামালসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) দিবগত...