More

    মঠবাড়িয়ায় ইসরায়েলে সাংবাদিক শহীদুল আলম আটকের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

    অবশ্যই পরুন

    বাংলাদেশের বিশিষ্ট ফটোসাংবাদিক ও মানবাধিকার কর্মী শহীদুল আলমকে ইসরায়েল কর্তৃপক্ষের হাতে আটক করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৯অক্টোবর) সকাল ১০টায় মঠবাড়িয়া পৌরসভা থেকে প্রেসক্লাব চত্বরে ‘মঠবাড়িয়া সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় তরুণ সমাজকর্মী আব্দুল্লা আল অভি। এতে সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন।
    সমাবেশে বক্তারা বলেন, ‘শহীদুল আলম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ফটোসাংবাদিক। সাংবাদিকদের কণ্ঠরোধের উদ্দেশ্যে তাঁর আটক মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশ্ব সম্প্রদায়ের উচিত এর কঠোর প্রতিবাদ জানানো।’

    বক্তারা অবিলম্বে শহীদুল আলমের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন।

    উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন সরকরি হাতেম হালী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল আমিন। বক্তব্য রাখেন সোহেল ইসলাম, তাজ নাইম, জসিম উদ্দিন, সারমিন সুলতানা, মিরাজ, রিমন, নাবিলা, সাইফুল প্রমূখ শেষে অংশগ্রহণকারীরা ইসরায়েলের আগ্রাসন ও শহীদুল আলমের অন্যায় আটকের বিরুদ্ধে স্লোগান দেন। পরবর্তীতে তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা গণতন্ত্র মঞ্চের

    আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির কাছে আসন না চাওয়ার কথা জানিয়েছে গণতন্ত্র মঞ। সব আসনে প্রার্থী দেয়ার পাশাপাশি নেতাকর্মীদের...