More

    হামজার ফ্রি কিকে শুরুতে লিড বাংলাদেশের

    অবশ্যই পরুন

    শিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ঘরের মাঠে হংকং-এর বিপক্ষে শুরুতে লিড নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। দারুণ এক ফ্রি কিক থেকে গোল করেছেন হামজা চৌধুরী।

    ম্যাচের ১৩ মিনিটে বা-প্রান্তের বক্সের মুখে বাংলাদেশের ফুটবলারকে ফাউল করে হংকং। ফ্রি কিক পেয়ে যায় বাংলাদেশ। জোরের ওপর শট নেন হামজা। হংকং ফুটবলারের মাথা আলতো ছুঁয়ে জালে চলে যায় বল।

    বাংলাদেশ হংকং-এর বিপক্ষে ম্যাচের একাদশে শুরুর একাদশে রাখেনি অধিনায়ক জামাল ভূঁইয়া এভং শোমিত সোমকে। শেখ মোরসালিন এবং জামাল আছেন শুরুর একাদশে। নেতৃত্বের আর্মব্যান্ড আছে সোহেল রানার বাহুতে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশুর অবস্থা সংকটাপন্ন, চমেকের আইসিইউতে ভর্তি

    কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফার অবস্থা সংকটাপন্ন। বর্তমানে তাকে ভর্তি রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের আইসিইউতে। শিশুটির চাচা...