More

    বরিশালে স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, পলাতক শ্বশুরবাড়ির লোকজন

    অবশ্যই পরুন

    বরিশাল নগরীর আল মাদানী সড়ক এলাকা থেকে লামিয়া আক্তার বর্ষা (২২) নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে স্বামী শাহীনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা সবাই পলাতক রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গেছে, কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার বাসিন্দা মোঃ বেলায়েত খানের মেয়ে লামিয়া আক্তার বর্ষা তিন মাস আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে আল মাদানী সড়কের শাহীন মিয়ার ছেলে সিয়ামকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তাদের সংসারে কলহ লেগেই থাকত বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

    নিহতের পিতা বেলায়েত খান অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই আমার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত। বৃহস্পতিবার রাতে বর্ষার অসুস্থতার খবর পাই।

    পরে গিয়ে দেখি, মেয়েটি খাটের উপর মৃত অবস্থায় পড়ে আছে।” খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

    কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। ঘটনার পর থেকেই শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক, তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।” স্থানীয়দের দাবি, বর্ষার মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    তুরস্কে পৌঁছেছেন শহিদুল আলম

    বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম তুরস্কে পৌঁছেছেন। স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ইস্তাম্বুলে অবতরণ করে...