More

    বরিশালের পদ্মা ব্লোয়িংয়ের শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে ৮ কর্মকর্তা ১৮ ঘণ্টা অবরুদ্ধ

    অবশ্যই পরুন

    বরিশালের পদ্মা ব্লোয়িং লিমিটেডের শ্রমিকদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ৮ কর্মকর্তাকে আটকে রেখেছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা। হামলাকারীদের বিচারের দাবিতে তাদের প্রায় ১৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে জানা গেছে। আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ- তাদের ওপর হামলার ঘটনায় কোম্পানির মালিকপক্ষ ও কর্মকর্তারা জড়িত ছিলেন।

    তাদের ওপর যারা হামলা চালিয়েছে, তারা তাদের বিচার চায়। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কারখানার মূল ফটকে পদ্মা ব্লোয়িং লিমিটেড শ্রমিক ইউনিয়নের সভাপতি জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক নয়নসহ ৪-৫ জনের ওপর হামলা চালায় বহিরাগতরা। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, পদ্মা ব্লোয়িং লিমিটেডের শ্রমিকরা

    বর্তমানে দুটি ভাগে বিভক্ত। সম্প্রতি একটি পক্ষ শ্রমিক ইউনিয়নের সনদ পাওয়ায় বিরোধ আরও বেড়ে যায়। সর্বশেষ বৃহস্পতিবার রাতে ওই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে এক পক্ষ কারখানার ভেতরে ভাঙচুর চালিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি বেল্লাল হোসেন বলেন, আমরা সম্প্রতি শ্রমিক ইউনিয়নের নিবন্ধন পেয়েছি, যা মালিকপক্ষ মেনে নিতে পারছেন না। এ কারণেই তারা বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছেন। হামলায় ৪-৫ জন আহত হয়েছেন, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

    যতক্ষণ না সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে, আমাদের আন্দোলন চলবে। আন্দোলনকারী শাকিল বলেন, আমরা ৭-৮ জন কর্মকর্তাকে আটকে রেখেছি। তারা হামলাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং একসঙ্গে খেতেন। সন্ত্রাসীদের বিচার না হওয়া পর্যন্ত তাদের মুক্তি দেওয়া হবে না। অবরুদ্ধ কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, শিফট পরিবর্তনের পর বৃহস্পতিবার রাতে আমাদের ডিউটি শুরু হয়। শুনেছি গেটের বাইরে শ্রমিকদের মধ্যে ঝামেলা হয়েছে।

    এরপর থেকে আমাদের অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমরা অসুস্থ হয়ে পড়ছি। আরিফুর রহমান নামের এক কর্মকর্তা বলেন, এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা শুধু নিয়মিত ডিউটি পালন করতে এসেছি। তারপর থেকে আমাদের আটকে রাখা হয়েছে।

    কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। একটি পক্ষ লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে। অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। উল্লেখ্য, পদ্মা ব্লোয়িং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মার একটি প্রতিষ্ঠান।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল পটুয়াখালী সহ ১৭ জেলায় ঝড়ের আভাস

    ঢাকাসহ সারা দেশের ১৭ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে...