মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পূয়ালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শামছুল হক লস্কর মাস্টার শুক্রবার (১০ অক্টোবর) দুপুর ১টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ছেলে-মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম শামছুল হক লস্কর সৌদি প্রবাসী মমিনুল ইসলাম রবির পিতা।
বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়।
তার মৃত্যুতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক সমাজ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।