বরিশাল শহরের ৫ নং ওয়ার্ডের পলাশপুর এলাকার আলোচিত ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান রহমানিয়া ক্বিরাতুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার পরিচালক নুরুল ইসলাম ফিরোজী হুজুর নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর তাকে কেউ ফোন করে ডেকে নেয়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে তিনি যাওয়ার আগে তার ব্যবহৃত মুঠোফোন মাদ্রাসায় রেখে গেছেন বলে জানা গেছে। মাদ্রাসা পরিচালকের এই রহস্যজনক নিখোঁজের ঘটনা উন্মেচন এবং তাকে উদ্ধারে ইতিমধ্যে তৎপরতা শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশ।
বরিশাল নগরীর পলাশপুর রহমানিয়া ক্বিরাতুল কুরআন মাদ্রাসার পরিচালক নুরুল ইসলাম ফিরোজী বিভিন্ন সময়ে পত্র-পত্রিকার শিরোনাম হয়েছেন। বিশেষ করে করোনাকালীন তার প্রতিষ্ঠানে খাদ্যাভাব দেখা দিলে এনিয়ে সংবাদপত্রগুলোতে লেখালেখি হয়। অবশ্য তাকে নিয়ে তখন অনেকে নৈতিবাচক খবরও প্রকাশ করে। এই আলোচিত ব্যক্তি একদিন পূর্বে বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে কারও ডাকে সাড়া দিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন।
নুরুল ইসলাম ফিরোজীর স্ত্রী সাধারণ ডায়েরিতে কোনো ব্যক্তি ফোন করে ডেকে নেওয়ার বিষয়টি উল্লেখ বা পুলিশকে মৌখিক অবহিত করেননি।
তবে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন, তার স্বামী বৃহস্পতিবার সন্ধ্যা রাতে মাদ্রাসায় অবস্থানকালে একটি ফোন কল আসলে তিনি মাদ্রাসা থেকে বের হয়ে যান। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে শুক্রবার দুপুরে কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
পরিচালকের আকস্মিক নিখোঁজের ঘটনায় হতাশাগ্রস্ত মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা তাকে উদ্ধারে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন সাধারণ ডায়েরি গ্রহণ করা এবং নিখোঁজের সন্ধানে ইতিমধ্যে কাজ করার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ কর্মকর্তা জানান, নিখোঁজের ঘটনায় মাদ্রাসা পরিচালকের স্ত্রী শুক্রবার দুপুর ২টার দিকে একটি সাধারণ ডায়েরি করেছেন। অভিযোগের সূত্র ধরে তার সন্ধান করছে পুলিশ। তাকে উদ্ধার করা সম্ভব হলে নিখোঁজের প্রকৃত কারণ জানা সম্ভব হবে।’