More

    আগৈলঝাড়ায় সুপ্রীমকোর্টের আইনজীবীর বাসভবনে দূর্ধষ চুরি

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় সুপ্রীমকোর্টের আইনজীবীর বাসভবনে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে। নগদ অর্থ, স্বর্নাংলকারসহ গুরুত্বপূর্ণ দলিলপত্র নিয়েছে চোরের দল। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরে এসআই নুর মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, সুপ্রীমকোর্টের আইনজীবী সরদার আব্দুল জলিলের বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের বাসভবনে ১৩ অক্টোবর রাতে কেউ না থাকার সুযোগে ভবনের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে চোরের দল ১৩ ভরি স্বর্নাংলকার, ভবন নির্মাণ কাজের জন্য রাখা নগদ ৪ লক্ষ ৭০ হাজার টাকা ও গুরুত্বপূর্ন দলিলপত্র নিয়ে যায়। এঘটনায় ১৫ অক্টোবর সুপ্রীমকোর্টের আইনজীবী সরদার আব্দুল জলিল বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

    পরে ওই ঘটনা তদন্তের জন্য আগৈলঝাড়া থানার এসআই নুর মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এব্যাপারে আগৈলঝাড়া থানার এসআই নুর মোহাম্মদ বলেন, সুপ্রীমকোর্টের আইনজীবীর লিখিত অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    পিরোজপুরে জুলাই সনদ,পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াতের স্মারকলিপি প্রদান

    পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জুলাই সনদ,পিআরসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা...