আবারও আলোচনায় এসেছেন জনপ্রিয় ও কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। শনিবার দুপুরে রাজধানীর আফতাবনগরের এম ব্লকে তৃতীয় স্ত্রী রিয়ামনিকে জনসম্মুখে তালাক দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি।
তালাকের পরপরই হিরো আলমকে দেখা যায় দুধ দিয়ে গোসল করতে, যা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন অসংখ্য ভক্ত ও কনটেন্ট নির্মাতা, বিশেষ করে নারী অনুসারীরা। তাদের কেউ কেউ নিজ হাতে হিরো আলমের গায়ে দুধ ঢেলে ‘তালাক গোসল’ সম্পন্ন করেন। তালাকের পর ক্ষোভ ঝেড়ে হিরো আলম বলেন— “রিয়ামনির গল্প শেষ।
আজকের পর থেকে হিরো আলম ও রিয়ামনির গল্প আর হবে না। এই এম ব্লকেই গত বছর আমাকে মেরে রক্তাক্ত করা হয়েছিল। তখনও সে আমার পাশে ছিল না। প্রেমিক ম্যাক্সের সঙ্গে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।” তিনি আরও বলেন, “আমি তিন সন্তানের বাবা।
ওদের বড় করতে একজন মায়ের প্রয়োজন। আগের দুই স্ত্রীও আমাকে ব্যবহার করেছে, রিয়ামনিও তাই করেছে। বলেছিল সন্তানের মা হবে, কিন্তু হয়নি। তাই এই সংসার টিকল না।” রিয়ামনির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে হিরো আলম জানান— “সে কথায় কথায় আমার নামে অভিযোগ তুলত, অথচ ম্যাক্সের সঙ্গে তার সম্পর্ক ছিল। এর প্রমাণ সবাই দেখেছে।
তাই আজ সবার সামনে আমি তাকে তিন তালাক দিলাম। আগামীকাল আইনি কাগজপত্র পাঠানো হবে। তিন মাসের মধ্যে সম্পর্কের সমাপ্তি ঘটবে।” শেষে হিরো আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, “এরপর যদি আমাকে রিয়ামনির সঙ্গে কোথাও দেখেন, তাহলে আপনারা জুতা পেটা করবেন।” উল্লেখ্য, হিরো আলম ও রিয়ামনির সম্পর্কে টানাপোড়েন চলছিল বেশ কিছুদিন ধরে।
বাবার অসুস্থতার সময় স্ত্রী পাশে না থাকার অভিযোগ তোলার পর থেকেই তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। একাধিকবার বিচ্ছেদের ঘোষণা দিলেও পরে আবারও ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল এই দম্পতিকে।