More

    বরিশালে মাথায় গাছের ডাল পড়ে শ্রমিকের মৃত্যু

    অবশ্যই পরুন

    বরিশালের উজিরপুর উপজেলায় গাছের ডাল কাটতে যাওয়া এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার মানিককাঠী গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানান উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন ।

    মারা যাওয়া সুকদেব হালদার (৪৫) উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম ধামুরা গ্রামের প্রয়াত সীতানাথ হালদারের ছেলে। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সুকদেবসহ দুই শ্রমিক দৈনিক মজুরিতে গাছ ব্যবসায়ী নুরুল ইসলামের মাধ্যমে গ্রামের ভাসানী হাওলাদারের বাড়ির সামনে গাছ কাটতে গিয়েছিলেন। ঘটনার সময় একজন শ্রমিক গাছের ডাল কাটছিল।

    হঠাৎ কাটা একটি ডাল পড়ে গিয়ে গাছের নীচে থাকা সুকদেবের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত সুকদেবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিদর্শক ফারুক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    তবে নিহতের পরিবার এখনও কোনো অভিযোগ দেয়নি। তারা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    নলছিটিতে আশ্রয়ণ প্রকল্পে ফলজ ও ফুলের বৃক্ষরোপণ

    হাসান আরেফিন , নলছিটি (ঝালকাঠী) প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বিভিন্ন আশ্রয়নে ফলজ ও ফুলের বৃক্ষরোপণ কর্মসূচির...