হাসান আরেফিন , নলছিটি (ঝালকাঠী) প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বিভিন্ন আশ্রয়নে ফলজ ও ফুলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার ২০ অক্টোবর সকাল ১১টায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় ২০২৪-২০২৫ অর্থবছরে ২ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ঝালকাঠি জেলা পরিষদের অর্থায়নে এ বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। আশ্রয়ণের সুবিধাভোগীদের প্রতিটি ঘরের সামনে ফলজ ও ফুলের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কায়কোবাদ তুফান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আদিব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ কর্মসূচির মাধ্যমে আশ্রয়ণের পরিবেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে।