More

    জবির জুবায়েদ হত্যা: অভিযুক্ত মাহিরকে থানায় দিলেন মা

    অবশ্যই পরুন

    পুলিশ সূত্র জানায়, সোমবার (২০ অক্টোবর) ভোরে মাহিরের মা নিজেই ছেলেকে নিয়ে বংশাল থানায় হাজির হন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

    তবে এখনো এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আরমানিটোলায় টিউশনিতে গিয়ে খুন হন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেন।

    পুলিশ জানায়, রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে আরমানিটোলার পানির পাম্প গলির ‘রওশন ভিলা’ নামের বাড়ির সিঁড়ি থেকে জুবায়েদের রক্তমাখা মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় সিসিটিভি ফুটেজে দুজন তরুণকে পালিয়ে যেতে দেখা গেছে, তবে তাদের মুখ স্পষ্ট নয়।

    গত এক বছর ধরে ওই বাড়িতেই বর্ষাকে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পড়াতেন জুবায়েদ। ঘটনার পর বর্ষাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়। রোববার রাত ১১টার দিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে তাকে বাসা থেকে থানায় আনা হয়।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    বরিশাল-ভোলার সেটেলমেন্ট অফিসে ঘুষের রাজত্ব: কোটি টাকার মালিক নাজির তৌহিদুর রশিদ!

    নিজস্ব প্রতিবেদক: বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের নাজির (কাম পেসকার) তৌহিদুর রশিদ ঘুষ ও দুর্নীতির মাধ্যমে কোটি টাকার মালিক বনে...