নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ডেবরা প্রেসিডেন্ট বাড়ির সামনে খালের পাইলিং কাজ নিয়ে দেখা দিয়েছে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। স্থানীয়দের দাবি, প্রকল্পে ৩ লাখ টাকা বরাদ্দ থাকলেও বাস্তবে কাজ হয়নি ৩০ হাজার টাকারও। এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার করে অল্প কিছু অংশে পাইলিং বসিয়ে বাকি টাকা আত্মসাৎ করা হয়েছে।
কাজটি তদারকির দায়িত্বে থাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে অবহেলার অভিযোগও তুলেছেন স্থানীয়রা। তারা জানান, চেয়ারম্যানের কোনো তদারকি নেই, কাজের মান যাচাই বা ব্যবস্থা নেওয়ার উদ্যোগও দেখা যায়নি। সরকারি এই প্রকল্পে এমন অনিয়মের ফলে সরকারি অর্থের অপচয় হচ্ছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী।

স্থানীয়দের দাবি, সঠিকভাবে তদন্ত করলে সরকারি বরাদ্দের বড় একটি অংশ আত্মসাৎ হয়েছে তা স্পষ্ট হয়ে উঠবে। খোঁজ নিয়ে জানা গেছে, ওই এলাকার সংরক্ষিত ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার নিলুফা বেগমের পক্ষে তার ছেলে যুবলীগ সমর্থক নাইম হোসেন কাজটির দেখাশোনা করছেন। এলাকাবাসীর অভিযোগ, তার প্রভাব খাটিয়ে তিনি প্রকল্পের বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “এভাবে নিম্নমানের কাজ করে সরকারি টাকার অপচয় করা হচ্ছে। খালের পাইলিং এর কাজ কয়েকদিনের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। অথচ প্রকল্পে লাখ লাখ টাকা দেখানো হয়েছে।”
এ প্রসঙ্গে নাচনমহল ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। এলাকাবাসী দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
