More

    কালকিনির ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা সোমবার থেকে শুরু

    অবশ্যই পরুন

    কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটায় প্রায় দুই শত বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ির মেলা সোমবার (২১ অক্টোবর) থেকে শুরু হয়েছে। দীপাবলি ও কালীপূজা উপলক্ষে আয়োজিত এই মেলা স্থানীয়ভাবে একটি বড় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে।

    তবে এবারের মেলা আয়োজন শুরু থেকেই ছিল অনিশ্চয়তার মুখে। মজিদবাড়ি ভূরঘাটার স্থানীয় জনতার কিছু আপত্তির কারণে মেলা আয়োজন নিয়ে জটিলতা দেখা দেয়। শেষ পর্যন্ত জেলা প্রশাসনের হস্তক্ষেপে মেলার অনুমতি মেলে, যা স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনে।

    জেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার (১৯ অক্টোবর) দুপুরে দুই দিনের জন্য মেলার অনুমতি দেওয়া হয়। আগামী ২১ ও ২২ অক্টোবর পর্যন্ত চলবে এই মেলা। মেলাটি কালকিনি পৌরসভার সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে।

    উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সাইফ-উল -আরেফীন বলেন মেলা ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও মেলা কমিটি যৌথভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছেন।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    সংবাদ প্রকাশ পর নিজেকে রক্ষায় নাজির তৌহিদুর রশিদের মিডিয়াপাড়ায় দৌঁড়ঝাপ

    নিজস্ব প্রতিবেদক : অনিয়ম-দুর্নীতির বরপুত্র বরিশাল জোনাল সেটেলমেন্ট নাজির তৌহিদুর রশিদ শিরোনামে ‘বরিশাল ক্রাইম নিউজ’, ‘দৈনিক আজকের তালাশ’ ও...