More

    উজিরপুরে উৎসবমুখর পরিবেশে শ্যামা পূজার বর্ণাঢ্য র‌্যালি ও প্রতিমা বিসর্জন

    অবশ্যই পরুন

    মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃবরিশালের উজিরপুরে উৎসবমুখর পরিবেশে শ্যামা পূজার বর্ণাঢ্য র‌্যালি ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে উজিরপুর পৌর সদরের পুরান বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও শ্যামা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ সালাম। মন্দিরের সভাপতি হরিপদ সরকারের সভাপতিত্বে ও শিশির ব্রক্ষ্ম এর সঞ্চালনায় বর্ণাঢ্য র‌্যালিতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী অংশ নেন।

    ঢাক-ঢোলের তালে, আলোকসজ্জার ঝলকানিতে ও ভক্তিমূলক গানের সুরে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে। আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে শ্যামা পূজার এই মহোৎসব আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে উজিরপুর পৌর শহরে বিরাজ করছিল আনন্দ, উচ্ছ্বাস ও মিলনমেলার আবহ।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    দুমকিতে জুলাই শহীদের মেয়েকে ধর্ষণ মামলায় ৩ আসামীর কারাদণ্ড

    ওবায়দুর রহমান অভি, পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে আলোচিত শহীদ জুলাই যোদ্ধার কন্যা কলেজছাত্রী ধর্ষণ মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদে...