More

    আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে ৬৯ হাজার টাকা জরিমানা

    অবশ্যই পরুন

    আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    আইন— শৃংখলা বাহিনীর সহযোগিতায় গতকাল বুধবার দুপুরে উপজেলার পয়সারহাট ও আগৈলঝাড়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাস এই অভিযান পরিচালনা করেন।

    এসময় মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে হালিমা পয়সারহাট বাজারের মুহাইমিন বেকারীকে ২০ হাজার টাকা, পূর্ব পয়সা বাসস্ট্যান্ডে কাওছার ভ্যারাইটিজ স্টোরকে ৫ হাজার টাকা, সুরাইয়া ভ্যারাইটিজ স্টোরকে ৪ হাজার টাকা, আগৈলঝাড়া সদর বাজারে ইসলামিয়া ফার্মেসিকে ৩০ হাজার টাকা, নাজাত ফার্মেসিকে ৫ হাজার টাকা, নবান্ন ক্যাফে ২ হাজার টাকা, গাজী খাবার হোটেলকে ৩ হাজার টাকাসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন— শৃংখলা বাহিনীর সদস্যরা।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    কলাপাড়ায় চিংগরিয়া খালের বিরাজমান পরিস্থিতি নিয়ে বেলা’র সমন্বয় সভা অনুষ্ঠিত

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কাউছার হামিদ বলেছেন, ‘সরকারি খাল, জলাশয় কিংবা...