মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের কালকিনিতে তিনটি স্বেচ্ছাসেবী সংগঠনের অনুকূলে এককালীন অনুদান হিসেবে প্রত্যেককে ২৭ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। অনুদানপ্রাপ্ত সংগঠনগুলো হলো বাঁশগাড়ি পল্লী উন্নয়ন সমিতি, শহীদ সিরাজ স্মৃতি সংঘ ও আল আমিন যুব সংঘ।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম এবং সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ধরনের অনুদান স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও উৎসাহিত করবে।
