More

    আগামীকাল শের-ই-বাংলা একে ফজলুল হকে ১৫২তম শুভ জন্মবার্ষিকী

    অবশ্যই পরুন

    আগামীকাল রবিবার (২৬ অক্টোবর), বাঙালি জাতীয়তাবাদের অবিসংবাদিত মহান নেতা,অবিভক্ত বাংলার প্রথম প্রধান মন্ত্রী কৃষককুলের নয়নের মনি শের -ই -বাংলা একে ফজলুল হকের ১৫২তম শুভ  জন্ম বার্ষিকী।
    যথাযোগ্য মর্যাদায় এ মহান জাতীয় নেতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে  শের -ই- বাংলা ফাউন্ডেশন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
    এ উপলক্ষ রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টায়  শের ই বাংলার সমাধীতে ( ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) পবিত্র কোরআন তেলওয়াত ,জিয়ারত,দোয়া মাহফিল, তবারক বিতরণ ,সকাল ৯টায় সমাধী প্রাঙ্গনে শ্রদ্ধার্ঘ  র ্যালী এবং সমাধীতে পুষ্পার্ঘ অপর্ণ করা হবে।
    এছাড়া রবিবার সকালে শের -ই- বাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে তার স্মৃতি বিজরিত পূণ্যভূমি বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে  তাঁর প্রতিষ্ঠিত চাখার সরকারি একে ফজলুল হক কলেজ, ফজলুল হক ইনিস্টিউট , ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর আত্মজীবনীর ওপর আলোচনাসভা, রচনা প্রতিযোগিতা কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী এবং বাদ জোহর তাঁর প্রতিষ্ঠিত চাখারের নিজ বাড়ির জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিম খানায় তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
    শের -ই- বাংলা একে ফজলুল হক এর সকল ভক্ত, রাজনৈতিক অনুসারী, আত্মীয় -স্বজন ও শুভানুধ্যায়ীসহ জাতি ধর্ম,বর্ণ,শ্রেণী-পেশা নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করে উপরোক্ত অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য শের- ই- বাংলা  একে ফজলুল হক এর দৌহিত্র, শের- ই- বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু আহ্বান জানিয়েছেন ।
    রাহাদ সুমন,বানারীপাড়া

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই: হাসান মামুন

    স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক ও...