More

    কুয়াকাটায় আবাসিক হোটেল-মোটেলসহ সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

    অবশ্যই পরুন

    ভ্যাট কর্মকর্তাকে প্রত্যাহার না করায় পটুয়াখালীর কুয়াকাটায় আবাসিক হোটেল-মোটেল, রিসোর্টসহ সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা।

    শনিবার (২৫ অক্টোবর) সকালে কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সদস্যরা।

    সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে এ ঘোষণা কর্যক্রম শুরু হবে বলে জানায় কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম.এ মোতালেব শরীফ।

    ব্যবসায়ীদের অভিযোগ, ৮ অক্টোবর ‘হোটেল সৈকতে এসে সহকারী কমিশনার (ভ্যাট) এ কে এম জামিউল আলম ম্যানেজারের সঙ্গে বাজে ব্যবহার করেন। ওই সময় হোটেল সৈকতের মালিক উপস্থিত না থাকায় ম্যানেজার নিরুপায় হয়ে হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতির সঙ্গে কথা বলতে অনুরোধ করেন। সভাপতির কথা শুনে ক্ষিপ্ত হয়ে কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতিকে নিয়েও অত্যন্ত অশ্লীল ভাষা ব্যবহার করেন।

    বক্তারা আরও বলেন, কুয়াকাটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। এখানে ব্যবসায়ীদের সঙ্গে সরকারি কর্মকর্তার এমন আচরণ পর্যটন খাতের জন্য অশুভ সংকেত। অবিলম্বে ওই কর্মকর্তাকে পটুয়াখালী জেলা থেকে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান তারা।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, হোটেল আল হেরা চেয়ারম্যান মাইনুল ইসলাম মান্নান, কুয়াকাটা শিল্পী গোষ্ঠীর সভাপতি হোসাইন আমির, কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু, রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ ১৬টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    এসময় কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ মোতালেব শরীফ বলেন, আমরা কুয়াকাটা সব ব্যবসায়ীরা সঠিক সময় সরকারের ভ্যাট দিয়ে আসছি। এ ভ্যাট আদায়কালে অফিসার অশ্লীল ও বাজে মন্তব্য করে অত্যন্ত গর্জিত মূলক অন্যায় কাজ করেছেন। আমরা আগামী রোববারের মধ্যে তার তাহার প্রত্যাহার দাবি করছি। অন্যথায় সোমবার থেকে সব হোটেল-মোটেল, রেস্টুরেন্টে তালা ঝুলিয়ে কর্মবিরতিতে নেমে যাবে।

    এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব কাউসার হামিদ বলেন, আমরা বিষয়টি অবগত রয়েছি। জেলা প্রশাসক স্যারের মাধ্যমে ভ্যাট পটুয়াখালী ও তার ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে ব্যবস্থা নেওয়া হবে।

    সম্পর্কিত সংবাদ

    সর্বশেষ সংবাদ

    তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই: হাসান মামুন

    স্টাফ রিপোর্টার: বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক ও...