রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: আজ রোববার (২৬ অক্টোবর) শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫২তম জন্মবার্ষিকী । ১৮৭৩ সালের আজকের দিনে বরিশালে তাঁর জন্ম। সকলের কাছে তাঁর পরিচিতি ছিল হক সাহেব নামে। এ কে ফজলুল হক ছেলেবেলা থেকেই ছিলেন প্রখর মেধাবী। ইংরেজি, গণিত, আইনসহ নানা বিষয়ে নেন শিক্ষা। কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব পালনেও তিনি সুনাম অর্জন করেন।
শিক্ষা বিস্তারে অবদান তাঁর অনন্য সাধারণ। ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অসাধারণ প্রজ্ঞাবান রাজনীতিবিদ। তিনি কলকাতার মেয়র (১৯৩৫), অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী (১৯৩৭-৪৩), পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী (১৯৫৪), পূর্ব বাংলার গভর্নরের (১৯৫৬-৫৮) পদসহ বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিলেন। ফজলুল হককে ১৯৫৮ সালের ২৭ অক্টোবর পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক ‘হেলাল-ই-পাকিস্তান’ খেতাব দেওয়া হয়। অবিভক্ত বাংলায় তিনি কৃষক প্রজা পার্টি নামে রাজনৈতিক দল গঠন করেন।
নিম্ন বর্ণের হিন্দু ও মুসলমান উভয় কৃষকদের স্বার্থে তিনি কথা বলেছেন। মুসলিম লীগের সঙ্গে ফজলুল হকের কৃষক প্রজা পার্টির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ছিল। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ১৯৬২ সালের ২৭ এপ্রিল ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন এই খ্যাতিমান আইনজীবী ও রাজনীতিবিদ। এই মহান নেতার জন্মবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে রোববার সকালে ঢাকায় তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ,কোরআনখানি ও দোয়া মাহফিল করা হবে।এ ছাড়াও বিভিন্ন সংগঠন আলোচনাসভা, দোয়া ও বিশেষ মোনাজাতের কর্মসূচি হাতে নিয়েছে।
রোববার সকালে শের -ই- বাংলা ফাউন্ডেশন এর উদ্যোগে তার স্মৃতি বিজরিত পূণ্যভূমি বরিশালের বানারীপাড়া উপজেলার চাখারে তাঁর প্রতিষ্ঠিত চাখার সরকারি একে ফজলুল হক কলেজ, ফজলুল হক ইনিস্টিউট , ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর আত্মজীবনীর ওপর আলোচনাসভা, রচনা প্রতিযোগিতা কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী এবং বাদ জোহর তাঁর প্রতিষ্ঠিত চাখারের নিজ বাড়ির জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিম খানায় তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
শের -ই- বাংলা একে ফজলুল হক এর সকল ভক্ত, রাজনৈতিক অনুসারী, আত্মীয় -স্বজন ও শুভানুধ্যায়ীসহ জাতি ধর্ম,বর্ণ,শ্রেণী-পেশা নির্বিশেষে সকলকে অংশগ্রহণ করে উপরোক্ত অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য শের- ই- বাংলা একে ফজলুল হক এর দৌহিত্র, শের- ই- বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান একে ফাইয়াজুল হক রাজু আহ্বান জানিয়েছেন
