আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ইসকন নিয়ে মসজিদের ইমাম সাধারণ মুসল্লিদের শান্তি ও সহবস্থান থাকার আহ্বান জানায়। একারনে একটি চিরকুটে ইমামকে পরিবারসহ জীবননাশের হুমকি দেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল মোল্লাবাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নাজমুস সাকিব ২৪ অক্টোবর জুম্মার নামাজের খুৎবার সময় দেশে সাম্প্রতিক চলমান বিভিন্ন ইস্যু নিয়ে খুৎবা প্রদান করে এবং ইসকনের ব্যাপারে সাধারন মুসল্লিদের শান্তি ও সহাবস্থান থাকার আহ্বান জানান। এ ঘটনার কারনে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার বসত ঘরের বারান্দায় একটি চিরকুট ফেলে যায়।
ইমাম হাফেজ মাওলানা নাজমুস সাকিব জানান, ওই চিরকুটে অজ্ঞাতনামা ব্যক্তিরা আমাকে এবং আমার পরিবারের অন্যান্য সদস্যদের জীবননাশের হুমকি প্রদান করে। তারা আমাকে পরবর্তীতে দেখে নিবে এবং সার্বক্ষণিক আমাকে নজরদারিতে রেখেছেন মর্মেও হুমকি প্রদান করে।
একারনে জীবনের নিরাপত্তা চেয়ে ইমাম হাফেজ মাওলানা নাজমুস সাকিব বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার সত্যাতা স্বীকার করে বলেন, হুমকির ঘটনায় তদন্ত চলছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
